এইচটিএমএল <address> ট্যাগ
এইচটিএমএল <address> ট্যাগ
সংজ্ঞা ও ব্যবহার
<address>
ট্যাগের মাধ্যমে কোন একটি ডকুমেন্টের লেখক/মালিকের যোগাযোগের তথ্য উপস্থাপন করা হয়।
যদি <address>
এলিমেন্টটি <body>
এলিমেন্টের ভিতর থাকে তবে এটি ডকুমেন্টের যোগাযোগের তথ্যকে বুঝায়।
যদি <address>
এলিমেন্টটি অনুচ্ছেদের ভিতর থাকে তবে এটি অনুচ্ছেদের যোগাযোগের তথ্যকে বুঝায়।
<address>
এলিমেন্টের টেক্সট গুলো সাধারনত italic
স্টাইলযুক্ত হয়। অধিকাংশ ব্রাউজারে <address>
এলিমেন্টের পূর্বে এবং পরে লাইন বিরতি যুক্ত করে।
নিচে <address>
ট্যাগের ব্যবহার দেখানো হলোঃ
উদাহরণ
- <!DOCTYPE html>
- <html>
- <body>
- <address>
- লেখকঃ <a href="nasimkhanshuvo5@gmail.com">nasim khan shuvo</a><br>
- যোগাযোগের ঠিকানাঃ<br>
- www.sattacademy.com<br>
- খান ভিলা, চাঁদপুর<br>
- বাংলাদেশ।
- </address>
- </body>
- </html>
ফলাফল
Address এলিমেন্টটি নিম্নলিখিত স্টাইলে প্রদর্শিত হবেঃ
লেখকঃ nasim khan shuvoযোগাযোগের ঠিকানা:
www.sattacademy.com
খাঁন ভিলা, চাঁদপুর
বাংলাদেশ
টীকা ও মন্তব্যঃ
<address>
ট্যাগ কখনই পোস্টাল বা ডাক ঠিকানা বর্ণনা করার জন্য ব্যবহার করা উচিৎ নয়, যদি না এগুলো যোগাযোগের তথ্যের অংশ না হয়।<address>
এলিমেন্টটি সাধারনত<footer>
এলিমেন্টের মধ্যে অন্যান্য তথ্যের সাথে যুক্ত থাকে।
<address>
ট্যাগে গ্লোবাল এবং ইভেন্ট এট্রিবিউট সাপোর্ট করে কিনা?
গ্লোবাল এট্রিবিউট | ইভেন্ট এট্রিবিউট |
---|---|
সাপোর্ট করে | সাপোর্ট করে |
<address>
ট্যাগের ডিফল্ট স্টাইল
অধিকাংশ ব্রাউজারে <address>
এলিমেন্টটি নিমোক্ত ডিফল্ট সিএসএস ভ্যালুগুলো সহকারে প্রদর্শিত হয়ঃ
- address {
- display: block;
- font-style: italic;
- }
পরামর্শঃ সিএসএস এর মাধ্যমে ডিফল্ট স্টাইল পরিবর্তন করা যায়।
Comments (0)
Facebook Comments (0)