এইচটিএমএল <a> ট্যাগ
এইচটিএমএল <a> ট্যাগ
সংজ্ঞা ও ব্যবহার
<a>
ট্যাগ দ্বারা হাইপারলিংক(hyperlink) বুঝায়, যেটি এক পেজ থেকে অন্য পেজে লিংক করতে ব্যবহার করা হয়।
<a>
এলিমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ন এট্রিবিউট হচ্ছে href
এট্রিবিউট। যেটি লিংকের গন্তব্য নির্দেশ করে।
ডিফল্টভাবে সকল ব্রাউজারে লিংক যেমন দেখায়ঃ
- একটি ভিজিট না হওয়া লিংক নীল রং এর হয় এবং নিচে আন্ডারলাইন থাকে।
- একটি ভিজিট হওয়া লিংক বেগুনী রং এর হয় এবং নিচে আন্ডারলাইন থাকে।
- একটি একটিভ লিংক লাল রং এর হয় এবং নিচে আন্ডারলাইন থাকে।
নিচের উদাহরণে <a>
ট্যাগের ব্যবহার দেখানো হলোঃ
উদাহরণ
- <!DOCTYPE html>
- <html>
- <body>
- <a href="www.onlylearn24.com">Onlylearn24 Academy</a>
- </body>
- </html>
পরামর্শঃ উপরের উদাহরনে onlylearn24 Academy কে লিংক হিসাবে দেখানো হয়েছে।
ফলাফল
Onlylearn24 Academy
টীকা ও মন্তব্যঃ
- যদি
href
এট্রিবিউট না থাকে তবেdownload
,hreflang
,media
,rel
,target
, এবংtype
এট্রিবিউটগুলো ব্যবহার করা যাবে না। - লিংক পেজের টার্গেট নির্ধারন করে না দিলে এটি আপনি যেই উইন্ডোতে কাজ করছেন সেই উইন্ডোতেই রি-লোড হয়ে লিংক পেজটি দেখাবে।
এট্রিবিউট
নিচের টেবিলে <a>
ট্যাগের এট্রিবিউট, এট্রিবিউটের ভ্যালু এবং তাদের ব্যবহার তুলে ধরা হলোঃ
এট্রিবিউট |
ভ্যালু |
বর্ণনা |
charset | char_encoding | এইচটিএমএল(৫) এ সাপোর্ট করেনা। লিংক ডকুমেন্টের ক্যারেক্টার-সেট নির্দেশ করে। |
coords | coordinates | এইচটিএমএল(৫) এ সাপোর্ট করেনা। একটি লিংকের সমন্বয় করাকে নির্দেশ করে। |
download | filename | ব্যবহারকারী যখন হাইপারলিংকে ক্লিক করবে তখন টার্গেটটি ডাউনলোড হবে। |
href | URL | লিংকটি যে পেজে যাবে তার ইউআরএল (URL) কে নির্দেশ করে। |
hreflang | language_code | লিংক ডকুমেন্টের জন্য ভাষা নির্দেশ করে। |
media | media_query | লিংক ডকুমেন্টকে অপটিমাইজ করার জন্য মিডিয়া/ডিভাইস নির্দেশ করে। |
name | section_name | এইচটিএমএল(৫) এ সাপোর্ট করেনা। এর পরিবর্তে গ্লোবাল id এট্রিবিউট ব্যবহার করুন।একটি এংকরের নাম নির্দেশ করে। |
rel | alternate author bookmark help license next nofollow noreferrer prefetch prev search tag |
বর্তমান ডকুমেন্টের এবং লিংক ডকুমেন্টের মধ্যে সম্পর্ক নির্দিষ্ট করে। |
rev | text | এইচটিএমএল(৫) এ সাপোর্ট করেনা। লিংক ডকুমেন্টে এবং বর্তমান ডকুমেন্টের মধ্যে সম্পর্ক নির্দেশ করে। |
shape | _blank _parent _self _top framename |
এইচটিএমএল(৫) এ সাপোর্ট করেনা। লিংকের আকৃতি নির্দেশ করে। |
target | _blank _parent _self _top framename |
লিংক ডকুমেন্টটি কোথায় ওপেন হবে তা নির্দেশ করে। |
type | media_type | লিংক ডকুমেন্টের মিডিয়ার ধরনকে বুঝায়। |
<a>
ট্যাগে গ্লোবাল এবং ইভেন্ট এট্রিবিউট সাপোর্ট করে কিনা?
গ্লোবাল এট্রিবিউট | ইভেন্ট এট্রিবিউট |
---|---|
সাপোর্ট করে | সাপোর্ট করে |
<a>
ট্যাগের ডিফল্ট স্টাইল
অধিকাংশ ব্রাউজারেই <a>
এলিমেন্ট নিম্নলিখিত স্টাইল ভ্যালুগুলো সহকারে প্রদর্শিত হয়ঃ
- a:link, a:visited {
- color: (internal value);
- text-decoration: underline;
- cursor: auto;
- }
- a:link:active, a:visited:active {
- color: (internal value);
- }
Comments (0)
Facebook Comments (0)