এইচটিএমএল <bdo> ট্যাগ
<bdo>
ট্যাগের ব্রাউজার সাপোর্ট
সংজ্ঞা ও ব্যবহার
BDO এর পূর্নরূপ হলো Bi-Directional Override
টেক্সটের বর্তমান ডিরেকশন ওভাররাইড করার জন্য <bdo>
ট্যাগটি ব্যবহার করা হয়।
নিচে <bdo>
ট্যাগের ব্যবহার উদাহরণের মাধ্যমে দেখানো হলোঃ
উদাহরণ
- <!DOCTYPE html>
- <html>
- <body>
- <p>এই টেক্সটির ডিরেকশন বাম-থেকে-ডানে হবে।</p>
- <p><bdo dir="rtl">এই টেক্সটির ডিরেকশন ডান-থেকে-বামে হবে।</bdo></p>
- </body>
- </html>
ফলাফল
এই টেক্সটির ডিরেকশন বাম-থেকে-ডানে হবে।
এই টেক্সটির ডিরেকশন ডান-থেকে-বামে হবে।
এট্রিবিউট
নিচের টেবিলে <bdo>
ট্যাগের এট্রিবিউট, এট্রিবিউটের ভ্যালু এবং তাদের ব্যবহার তুলে ধরা হলোঃ
এট্রিবিউট | ভ্যালু | বর্ণনা |
---|---|---|
dir | ltr rtl |
অবশ্যক। <bdo> এলিমেন্ট এর ভিতরে অবশ্যই টেক্সট ডিরেকশন ব্যবহার করতে হবে। |
<bdo>
ট্যাগে গ্লোবাল এবং ইভেন্ট এট্রিবিউট সাপোর্ট করে কিনা?
গ্লোবাল এট্রিবিউট | ইভেন্ট এট্রিবিউট |
---|---|
সাপোর্ট করে | সাপোর্ট করে |
<bdo>
ট্যাগের ডিফল্ট স্টাইল
অধিকাংশ ব্রাউজারেই <bdo>
এলিমেন্টটি নিম্নলিখিত স্টাইল ভ্যালুগুলো সহকারে প্রদর্শিত হয়ঃ
- bdo{
unicode-bidi: bidi-override;
}
Comments (0)
Facebook Comments (0)